Tuesday, 27 February 2024

জাতীয় পরিসংখ্যান দিবস আজ


জাতীয় প্রতিবেদক :
দিন দিন বাড়ছে পরিসংখ্যানের গুরুত্ব। বিশেষ করে পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য হয়ে পড়েছে। জাতীয় পরিসংখ্যান দিবস মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। দেশে এবার চতুর্থবারের মতো দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’।

 গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই দিবসটি পালিত হচ্ছে।

১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা।