Sunday, 25 February 2024

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ক্লিনিক সিলগালা


জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে দুইটি ক্লিনিক সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী বলেন, কোন বৈধ কাগজপত্র না থাকায় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার ফেয়ার হাসপাতাল এবং রেহানা মর্ডান হসপিটাল সিলগালা করা হয়েছে। সেইসাথে হাসপাতাল দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, যেসব ক্লিনিকের কাগজপত্রে ঝামেলা রয়েছে ও অনুমোদন নেই, তাদের সেবা প্রদানে বিরত রাখা হচ্ছে। অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যতদিন পর্যন্ত তারা না নিচ্ছে, ততদিন তাদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আইনবহির্ভূতভাবে যারাই এমন কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।