Tuesday, 27 February 2024

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে: হাইকোর্ট


আইন-আদালত :
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি রায় দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।


২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়। যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। তখন সাময়িকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিলো হাইকোর্ট।


উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ভ্যাট আরোপের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রবল আন্দোলন গড়ে তোলায়, পরে তা সরকার স্থগিত করেছিলো।