Thursday, 22 February 2024

বিপিএলে বাধ্যতামূলক করতে হবে উদীয়মান ক্রিকেটারের অন্তর্ভূক্তি: রমিজ রাজা


খেলার প্রতিনিধি :
মানহীন বিদেশিদের পেছনে না ছুটে বিপিএলে বাধ্যতামূলক করতে হবে উদীয়মান ক্রিকেটারের অন্তর্ভূক্তি। আর তা করলেই এই টুর্নামেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপকৃত হবে বাংলাদেশের ক্রিকেট। এমনটাই মনে করেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। সময় সংবাদের পিএসএলের পরিবর্তে বিপিএলে আসার কারণটাও জানিয়েছেন।


ক্রিকেটের প্রতি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের নিবেদন বিশ্বনন্দিত। সে নিবেদন মুগ্ধ করে ভিনদেশীদেরও। এই যেমন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা। নিজের দেশে পিএসএল চললেও, সাবেক পিএসএল চেয়ারম্যান ছুটে এসেছেন বিপিএলে মাতাতে।



পাকিস্তানের সাবেক চেয়রাম্যান রমিজ রাজা বলেন, 'দর্শকদের কারণে বাংলাদেশ অন্য সবার চেয়ে ব্যতিক্রম। এবং এটাই কারণ আমার এখানে আসার। কারণ বিশ্বে খুব কম দেশই আছে যেখানে এমন দর্শক হয়। পিচও অন্যান্যবারের তুলনায় বেশ ভালো।'


ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার পর সংগঠক হিসেবেও বেশ সফল রমিজ। পিসিবি চেয়ারম্যান হিসেবে তার সময়কালেই বড় পরিবর্তন আসে পিএসএলে। তরুণ ক্রিকেটার তুলে আনতে চালু করেন ইমার্জিং ক্রিকেটার কোটার নিয়ম। সে নিয়মে প্রতি দলের একাদশে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়ের অন্তর্ভূক্তি বাধ্যতামূলক। সাম্প্রতিক সময়ে তার সুফলও পাচ্ছে পাকিস্তান ক্রিকেট।


রমিজ রাজা বলেন, 'আমি জানি না এখানে (বিপিএল) ইমার্জিং ক্রিকেটাররা ক'জন খেলে। তবে পিএসএলে অন্তত একজন ইমার্জিং ক্রিকেটার বাধ্যতামূলক। তাই শেষ ৫-৬ বছরে অনেক ক্রিকেটার উঠে এসেছে। ওয়াসিম জুনিয়র একজন যিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। আব্বাস সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে খেলেছে। সেও একজন উঠতি তারকা। তরুণদের জন্য এমন ব্যবস্থা থাকা উচিত বিপিএলে।'


যদিও বিপিএলের চিত্রটা ভিন্ন। এক যুগ পার করলেও এই লিগ থেকে উঠে আসেনি বড় কোন নাম। বর্ষণ, শিবলী কিংবা মাফুরদের মতো ক্রিকেটারদের দলে ফেরানোর সুযোগ থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায় নাই। একমাত্র জিসান আলম বাদে কোন যুব ক্রিকেটারকেই দলে ভেড়ায়নি দল। যদিও এখনো তাকে খেলানোর ঝুঁকি নিচ্ছে না তার দল। আর রমিজ রাজার মতে বিপিএলে প্রাধান্য দেয়া উচিত এইসব ক্রিকেটারদেরকেই।


রমিজ রাজা বলেন, 'পাকিস্তানের মতো এখানেও গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেট কতটুকু প্রাধান্য পাচ্ছে! এভাবে আপনি নতুন প্রতিভা পাবেন। তরুণদের জন্য বড় সুযোগ এ ধরনের পরিস্থিতি, যেখানে মঈন আলি, নারিন, রাসেলরা খেলছেন। তাদের মতো ক্রিকেটারদের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন।'


এবারের বিপিএলে শেষ পর্যন্ত থাকবেন রমিজ রাজা। ২রা মার্চ নিজ দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়বেন পিএসএল নিয়ে।