Monday, 26 February 2024

কাওরান বাজারের দিনমজুর রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে কোটিপতি


জাতীয় প্রতিনিধি :
বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট বানাচ্ছে রোহিঙ্গারা। দাগী অপরাধীরাও নাম পরিবর্তন করে হাতে নিচ্ছে নতুন পাসপোর্ট। এ কাজে পাসপোর্ট প্রতি নিচ্ছে এক থেকে দেড় লাখ টাকা। গেলো তিন মাসে ১৪৩টি পাসপোর্ট ডেলিভারির সন্ধান পেয়েছে ডিবি। এ কাজ করে কোটিপতি বনে গেছেন কাওরান বাজারের এক দিনমজুর। 


অনুসন্ধানে দেখা যায় ১৪ বছরের রোহিঙ্গা কিশোরী বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্ট পেতে দালালকে দিয়েছে দেড় লাখ টাকা। ওই কিশোরীর মতো হাজারো রোহিঙ্গা, দাগী অপরাধীরাও নাম পরিবর্তন করে নিচ্ছে পাসপোর্ট।


গেলো দুই মাসে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোহিঙ্গা, আনসারসহ চক্রটির ২৩জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে এনআইডি ও পাসপোর্ট তৈরির সরঞ্জাম। 


একটি চক্রের দলনেতা রাজু শেখ, সাত বছর আগে কারওয়ানবাজারের দিনমজুর ছিলেন। এখন কোটিপতি। রাজু শেখের মতো আরো অনেকের নাম গোয়েন্দাদের হাতে।