Tuesday, 27 February 2024

বইমেলার সময় বাড়ানো হয়েছে


ঢাকা প্রতিনিধি :
অমর একুশে বইমেলার সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।
 
এরআগে, দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেয়া হয়েছিল মেলা কমিটিকে। 
 
 
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।