Thursday, 22 February 2024

শ্যামনগরের হরিতলা প্রাঙ্গণে ইয়ুথ টিমের উদ্যোগে দিনব্যাপী মেধাবী শিশুদের অনুষ্ঠান


নড়াইল প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরুব ইয়ুথ টিমের শ্যামনগর পৌরসভা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলাকার শিশুদের নিয়ে  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান।


বুধবার (২১শে ফেব্রুয়ারী) শ্যামনগরের হরিতলা প্রাঙ্গণে একঝাঁক মেধাবী কচিকাঁচা-দের সাথে নিয়ে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।


অনুষ্ঠানের সঞ্চালনা করেন শরুব পৌরসভা ইউনিটের কো-অর্ডিনেটর মোঃ আবিদ হোসেন আপন। শুরুতে ভাষা শহীদদের স্মৃতিচারণ করে তাদের ত্যাগের কথা আলোচনা করা হয়। তারপর শুরু হয় শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন উপস্থিত বক্তৃতা সহ নানান প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঐশ্বর্য কর্মকার এবং কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে রূপঙ্কর। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা ইউনিটের সভাপতি সুমাইয়া আরশা সুমু, প্রজেক্ট ম্যানেজার হাসান মাহমুদ সম্রাট, আব্দুল্লাহ আল মাহমুদ, নাইম হাসান মোল্লাহ, তিথি মুখার্জি সহ স্হানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠান শেষে বিজয়ীসহ সবার জন্য প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হোন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল। এসময় তিনি বলেন শরুব ইয়ুথ টিম অনেকদিন ধরেই সামাজিক সেবামূলক অনেক কাজে অবদান রেখেছে, তাদের কাজ অবশ্যই প্রশংশার দাবিদার। তিনি শরুব ইয়ুথ টিমের প্রতি  শুভকামনা জানিয়ে বলেন অব্যাহত থাকুক এরুপ কার্যক্রম একইসাথে বহুদূর এগিয়ে যাক এই স্বেচ্ছাসেবী সংগঠন।