Friday, 23 February 2024

মুন্সীগঞ্জে আড়ত থেকে ৩৫ মন জাটকা জব্দ


জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজারের মাছের আড়ত থেকে ৩৫ মন জাটকা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান চালায় সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।


রিকাবীবাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।


পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ৩৫ মন জাটকা জব্দ করা হয়। পরে সেগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, ‘প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট আট মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয়, মজুত ও আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পালনে প্রশাসন বদ্ধপরিকর। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।’