Wednesday, 28 February 2024

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল


খেলার প্রতিনিধি :
অলিখিত সেমিফাইনাল! বিপিএলে রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচটিকে এই নামে ডাকাই যায়। কুমিল্লার কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ নষ্ট করেছে রংপুর। অন্যদিকে এলিমিনেটর রাউন্ডে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বরিশাল। ফলে আজ দুই দলের জন্য ফাইনালে ওঠার লড়াই। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন 

ফাইনাল নিশ্চিত করার ম্যাচ বলেই শুধু নয়, দুই দলের এই লড়াই আরও বেশি মনোযোগ আকর্ষণ করেছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কারণে। বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা যে আজ মুখোমুখি হবেন একে অপরের। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। 


তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী। আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও, তামিমকে ফিরেছিলেন এই বাঁহাতি পেসারের বলে। এমনকি বিশ্বকাপ দলে তাকে ডাউন দ্য অর্ডার খেলানোর কারণটাও ফারুকি। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম? 


অন্যদিকে এতসব বিষয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ নেই রংপুরের। ৭ বছর হলো নিজেদের সবশেষ ফাইনালের। নিজস্ব মাঠ, তারকাবহুল স্কোয়াড থাকার পরেও মিলছে না প্রত্যাশিত সাফল্য। টিকে থাকার মিশনে ওপেনিং পজিশনটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এবারের ১৩ ম্যাচে গোড়াপত্তন করেছে ৭ ভিন্ন জুটি। তাতে পঞ্চাশের বেশি রান এসেছে মাত্র দুইবার। ফলে কোয়ালিফায়ার দুইয়ের ম্যাচে আরও একবার কম্বিনেশন বদলানোর সম্ভাবনাই বেশি রংপুর রাইডার্সের।


বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, ওবেদ ম্যাকয়

রংপুরের একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ নবি, জেমি নিশাম, ফজলহক ফারুকি