Tuesday, 27 February 2024

ডামি সরকারের ব্যর্থতা উন্মোচিত: রিজভী


রাজনীতি প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের ব্যর্থতা উন্মোচিত, তাই মিথ্যা বক্তব্য দিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চায়। সরকারের কাজ অভিযোগ করা নয়, যারা বাজার অস্থির করে জনজীবন দুর্বিষহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। 


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রত্যেক বিষয় নিয়ে সরকার জনগণের উপর মিথ্যার বৃষ্টি বর্ষণ করছে। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। গণবিরোধী সরকার মানুষের জীবন দুর্বিষহ করতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াচ্ছে। রমজানকে সামনে রেখে চিনি খেজুরসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ।


রিজভী বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে ৫৭ জন সেনাকর্মকর্তাকে হত্যা করা হয়েছে, অথচ পনেরো বছরেও তার বিচার হয়নি।


রিজভী বলেন, নির্বাচনে না এসে বিএনপি নয়, ডামি নির্বাচন করার জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে।