Monday, 26 February 2024

নজরদারি বাড়াতে আল আকসা মসজিদে সিসি ক্যামেরা বসালো ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক :
পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে এবার নজরদারি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী। মসজিদের পশ্চিমের দেয়ালে টাওয়ার তৈরি করে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ। নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে উত্তেজনার মধ্যেই নেয়া হলো এ পদক্ষেপ।


সম্প্রতি দখলকৃত অঞ্চলটির প্রশাসন ঘোষণা দেয়, আসন্ন রমজানে মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাবেন। এরইমধ্যে মসজিদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


গেল শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়ে অনেককে ফিরে আসতে হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনিরা। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয় আল-আকসা মসজিদকে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানটি।