Thursday, 29 February 2024

ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী


জাতীয় প্রতিবেদক :
ওষুধের দাম কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সবার সাথে কথা বলে দাম সহজলভ্য করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনব্যাপী ১৫তম ‘এশিয়া ফার্মা এক্সপো’ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


স্বাস্থ্যখাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চেয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, স্বাস্থ্যব্যবস্থা সুন্দর করতে চাই। ওষুধের দাম সহজলভ্য করা গেলে সাধারণ রোগীদের জন্য ভালো হবে। তবে দাম কমানো বা বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


এ সময় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগে ওষুধের মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এ ধরনের এক্সপো দেশীয় কোম্পানিগুলোর অভিজ্ঞতা বাড়াবে।


৩৬ দেশের ৭৯১টি কোম্পানি এ আয়োজনে অংশ নিয়েছে। আগামী ২ মার্চ শেষ হবে এই প্রদর্শনী।