Friday, 15 March 2024

পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণ, তিন শিশু নিহতa


আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া অধিকৃত দোনেৎস্ক নগরীতে ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশু নিহত হয়েছে। সেখানে রাতভর বর্বর গোলাবর্ষণ হয়। এতে আবাসিক এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। 


মস্কোর কর্মকর্তা আজ শুক্রবার (১৫ মার্চ) শিশু মৃত্যুর তথ্য দিয়েছেন উল্লেখ করে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দোনেৎস্ক নগরীর কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়।


দোনেৎস্কে রাশিয়ার নিয়োগ দেওয়া মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে পোস্টকৃত এক বার্তায় বলেছেন, ‘রাতভর বর্বর গোলাবর্ষণ করা হয়। এতে আবাসিক এলাকার একটি বাড়ি বারবার হামলার শিকার হয়।’


মেয়র আরও বলেন, সেখানে এসব হামলায় তিন শিশু প্রাণ হারায়। এদের মধ্যে এক শিশু ২০০৭ সালে, আরেকজন ২০১৪ সালে এবং তৃতীয় শিশু ২০২১ সালে জন্মগ্রহণ করে। এদের দুজন মেয়ে এবং একজন ছেলে শিশু।