Saturday, 2 March 2024

এবার গাউসুল আজম মার্কেটে আগুন


ঢাকা ডেস্ক :

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আজ শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছন। যদিও আগুনের ভয়বহতা নেই বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘একটি আর্ট বেইজড দোকানে আগুন লাগে। সেখানে আমাদের দুটি ইউনিট কাজ করছে।’


বেইলি রোডের ট্রাজেডির ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে একের পর এক আগুনের খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাতে ওয়ারীর একটি রেস্টুরেন্টে আগুনের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস। আর আজ এলো গাউসুল আজম মার্কেটে আগুনের খবর।