Sunday, 24 March 2024

রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে


ঢাকা প্রতিবেদক  :

রাজধানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে এ আগুনের খবর জানতে পারে ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 


আগুন নিয়ন্ত্রণে কাজ করে ছয়টি ইউনিট। পথে আরও চারটি ইউনিট ছিল। তবে, তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও নির্বাপণ সম্ভব হয়নি।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিকেলে রোজিনা ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানতে পারেনি আমরা।’