Wednesday, 10 July 2024

নড়াগাতীতে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১


মোহাম্মদ আব্দুর রহিম কালিয়া নড়াইল প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত রফিকুল মোল্লা (৩২) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল মোল্লা (৩২) নড়াইল জেলার সদর থানাধীন চোরখালি গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে। 


আজ ৯ জুলাই'২৪ বিকালে দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারের জনৈক ওবাইদুর রহমানের ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ এম তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রফিকুল মোল্লা (৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬৫ (একশত পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।