Thursday, 4 July 2024

নড়াইলে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে সদর থানা


মোহাম্মদ আব্দুর রহিম নড়াইল থেকে

৪ জুলাই বিকালে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি বিপ্লব বিশ্বাস নড়াইল জেলার সদর থানার নূনক্ষীর গ্রামের বিদ্যুৎ বিশ্বাস এর ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।