মালদ্বীপ প্রতিনিধি :
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও শতভাগ স্বচ্ছতার সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার ২য় কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আলমগীর সিকদার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আলামিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী তৌহিদুল ইসলাম।
নির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মালদ্বীপ শাখার সকল শুভাকাঙ্ক্ষী গণ আশা করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখাকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন।
সকল প্রার্থীগণ, সকল সদস্যবৃন্দ, সকল কাউন্সিলরগণ, সকল নির্বাচন কমিশনারগণ, স্বেচ্ছাসেবী, সাংবাদিকগনের সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ২৭ সেপ্টেম্বর ২০২৪ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায়, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
নব নির্বাচিত সদস্যরা মালদ্বীপ শাখা কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন, সেই সাথে প্রবাসীদের অধিকার আদায়ে মালদ্বীপ এ অবস্থানরত সুবিধাবঞ্চিত প্রবাসীদের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন,নির্বাচিত সদস্যরা, খুব দ্রুত মালদ্বীপ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কাঙ্খিত লক্ষ্যে কাজ করে যাবেন।
মালদ্বীপ শাখার নির্বাচনকে সফল করতে পেরে, মালদ্বীপ শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার গন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ দুলাল ও সহকারি কমিশনার জিয়া খান
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, সেই সাথে নির্বাচিত সদস্যদের কে অভিনন্দন জানান,