Thursday, 12 December 2024

কালিগঞ্জের মৌতলায় বিএনপি'র কর্মী সমাবেশে অনুষ্ঠিত


শেখ মারুফ  হোসেন সাতক্ষী থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার  (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায়  মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয়,

 এসময় ইউপি সদস্য  ফয়সাল কবির এর 
  সভাপতিত্বে ও জেলা যুবদলের ধর্ম  বিষয়ক সম্পাদক  কাজী রাব্বি হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউপি'র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। নলতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য    আজিজুর রহমান,  ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক  শেখ নুরুজ্জামান, এস এম হাফিজুর রহমান (বাবু)   কিসমাতুল্লাহ (বারী), দপ্তর সম্পাদক  শেখ খায়রুল আলম, নজরুল ইসলাম (নজু) সদস্য শেখ রবিউল ইসলাম, প্রমুখ। 

এই সময় বক্তব্য বলেন 
অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে। 
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব  শেখ পারভেজ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক  
কাজী শরিফুল ইসলাম, শেখ পলাশ হোসেন,  ইউনিয়ন যুবদলের  আহবায়ক 
কাজী আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈহিনুর  রহমান,  কাজী রফিক , 
 মুন্সির আবু তোরাপ (সুমন ) ইউনিয়ন তরুণ দলের সভাপতি রাসেল,সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।