Wednesday, 21 May 2025

পণ‍্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা - পররাষ্ট্র উপদেষ্টা


জাতীয় প্রতিবেদক :
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ‍্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। আজ বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ‍্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনও দেশটির সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি।


পুশ-ইনের প্রসঙ্গে তিনি বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।


পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে।