Monday, 12 May 2025

বিএসএফের রেখে যাওয়া ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর


ক্রাইম প্রতিবেদক :

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া তিন ভারতীয় নাগরিকসহ ৮১ জনকে শ্যামনগর থানায় হাস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। 


রবিবার (১১ মে) রাত ১১টার দিকে মোংলা কোস্ট গার্ড চিফ পেটি অফিসার (পিও) মো. মশিউর রহমানের নেতৃত্বে ভারত থেকে আগতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।


এর আগে গত শুক্রবার বিকেলের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে ওই ব্যক্তিদের নদীপথে সুন্দরবনে মান্দারবাড়িয়া চরের দিকে ঠেলে দেয়। পরবর্তী সময়ে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করেন।


পুশইনকৃতদের বিএসএফ শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করে বলে তারা জানান।  তিন ভারতীয় নাগরিক হলেন– গুজরাট এলাকার মুন্না সাহার ছেলে হাসান সাহা, সোয়েল শেখের ছেলে সাইফুল শেখ ও খালিদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ। তারা ভারতের গুজরাট শহরের স্থায়ী বাসিন্দা। 


শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘মোংলা কোস্ট গার্ড ভারতীয় বিএসএফর রেখে যাওয়া ভারতীয় নাগরিকসহ মোট ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।


জিজ্ঞাসাবাদে জানা যায়, ৭৮ জনের বাড়ি নড়াইল জেলায়। তাদের জাতীয় নাগরিক সনদপত্রের ভিত্তিতে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে এবং তিন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিক দাবি করা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে কাজ করার জন্য দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন।’