Friday, 9 May 2025

সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ


রাজনীতি প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


গতকাল বৃহস্পতিবার লন্ডনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য জানান।


সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।