Thursday, 1 May 2025

মে দিবস-২০২৫, বিএনপির আেয়াজেন সমাবেশ, চলছে গণসংগীত


রাজনীতি প্রিতিনিধি :

প্রতিবারের মতো এবারও মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মে দিবসে বিএনপির সমাবেশের প্রথম পর্যায়ের কর্মসূচি। 


শ্রমিক দলের উদ্যোগে এবারের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে।


আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।


ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।