Friday, 23 May 2025

ইসরায়েলি হামলা : গাজায় একদিনে ৮৫ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াই শ। একইসঙ্গে খাদ্যাভাব ও অপুষ্টির কারণে আরও ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার পর্যন্ত সময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আগ্রাসন জোরদার করেছে। আল জাজিরা ও আনাদোলুর পৃথক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের পুনরায় হামলা শুরু হওয়ার পর প্রায় ৩ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ হাজারেরও বেশি মানুষ।একদিকে বোমার আঘাতে মৃত্যু, অন্যদিকে খাদ্যসঙ্কটে নিঃশেষ হচ্ছে জীবন- এই দ্বিমুখী বিপর্যয় এক ভয়াবহ মানবিক সংকটের দিকে ইঙ্গিত করছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন। যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।


এদিকে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।