Sunday, 11 May 2025

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন


জাতীয় প্রতিবেদক :
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


রবিবার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ অধ্যাদেশের অনুমোদন দেন তিনি।  রবিবার বিকেলে এ তথ্য জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


তিনি বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে এখন থেকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রাজনৈতিক দলসহ যেকোনো সত্তার কার্যক্রম আইনের আওতায় নিষিদ্ধ হতে পারে।


তিনি আরো বলেন, ‘আগামীকাল এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।’