Sunday, 25 May 2025

প্রসঙ্গ সিনেমা : পপির মন্তব্যে খেপেছেন ওমর সানী


বিনোদন প্রতিবেদক :
দীর্ঘদিন আড়ালে থাকার পর পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির নামে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। এরপর পপিও একই থানায় মা, ভাই ও বোনের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পপির এ পারিবারিক বিরোধ বেশ আলোড়ন ফেলে দেয় দেশজুড়ে।


এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান। আর পপির এমন মন্তব্য মেনে নিতে পারছেন না চিত্রনায়ক ওমর সানী।


তার মতে, পপির এ ধরনের ফাজলামো কথা বলা উচিত না। সম্প্রতি দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে ওমর সানী বলেন, ‘পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিড (বোকা) বলব। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এইভাবে যদি বলে থাকে তাহলে আমি বলব, সে অবশ্যই নিজেকে ছোট করেছে।


পপির প্রতি ক্ষোভ প্রকাশ করে ওমর সানী আরো বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি? যে সিনেমা নিয়ে এসব কথা বলবে! পপি নায়িকা না হলে কে চিনত? তার স্বামী বিয়েও করত না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব তাকে এসব আবেগী, ফাজলামো কথা না বলতে। ওর জন্য সব সময় ভালোবাসা থাকবে। আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে।

ওমর সানী ১৯৯৭ সালে পপির বিপরীতেই চলচ্চিত্রে অভিষেক করেছিলেন এবং দুজনই ‘কুলি’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন। পাশাপাশি পপি ও ওমর সানী সম্পর্কে আত্মীয়, কারণ পপি তার স্ত্রীর ফুফাতো বোন।