উত্তরা ক্লাব লিমিটেড-এর আয়োজনে ৩৮তম জাতীয় ১৫ রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ ১৫ মে থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্নুকার খেলোয়াড়গণ অংশ নিচ্ছেন। এটি দেশের ক্রীড়া ক্যালেন্ডারে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ইভেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ১৫ মে দুপুর ১২:০০টায়, উত্তরা ক্লাবের ঢাকা ব্যাংক লাউঞ্জে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফয়সল তাহের এবং ক্লাবের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ—ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, সালমান মাহমুদ, হাসান ইবনে গিয়াস সাদী, মোশারফ হোসেন ও মো: নান্নু মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন (অব.), পিএসসি, এনডিসি।
সহ-সভাপতি তাজবীর সালেহীন, জেনারেল সেক্রেটারি, রিয়াআসাদ করিম ভূঁইয়া ও সহ-সম্পাদক, সুলতান মইন আহমেদ রবিন।
উল্লেখ্য, উত্তরা ক্লাব ২০১৬ সালেও জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করেছিল, যেখানে সারা দেশ থেকে ১০৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এবার সেই রেকর্ড অতিক্রম করে উক্ত টুর্নামেন্টে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, চিটাগাং ক্লাব সহ সারা বাংলাদেশের প্রায় সবগুলো ক্লাবের ২০৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্মত বাংলাদেশি খেলোয়াড় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
এবারের টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় আছেন আলতামাস কবির, পাবলিশার ও এডিটর, ডেইলি সংবাদ।