জেলার খবর :
হবিগঞ্জে গাড়িভাড়া নিয়ে ইজিবাইক চালক ও যাত্রীর মধ্যে ঝগড়ার জেরে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জেলা সদরে ঈদগাহের সামনের সড়কে বহুলা ও শায়েস্তানগর এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ঘের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শায়েস্তানগর এলাকার এক যাত্রীর সঙ্গে বহুলার ইজিবাইক চালকের ভাড়া নিয়ে ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহারিত ঘটনা ঘটে। পরে তাদের পক্ষ নিয়ে দুপুর আড়াইটার দিকে শায়েস্তানগর ও বহুলা এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় উভয়পক্ষ সড়কের উত্তর ও দক্ষিণ দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিনসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি শাহবুদ্দিন শাহিন বলেন, ‘যাত্রী তোলা নিয়ে শায়েস্তানগর এলাকার যাত্রী ও বহুলার ইজিবাইক চালকের মধ্যে ঝগড়া হয়।এ নিয়ে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়েছে। আমার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং উভয়পক্ষের আরো প্রায় ১৯ জন আহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’