জাতীয় প্রতিবেদক :
আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি গরুর সরবরাহ বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর বাজারে দামও কিছুটা কমেছে বলে মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনের সময় উপদেষ্টা হাটে আসা ক্রেতা, বিক্রেতা এবং সেবা–সংক্রান্ত কাজে নিয়োজিত লোকজনের সঙ্গে কথা বলেন। হাটের সামগ্রিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।’
যাত্রীদের কাছ থেকে টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত কেউ এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে, অবশ্যই তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।’ একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও পদক্ষেপ নেওয়া হবে।
গাবতলী হাট ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট–সংশ্লিষ্ট সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কাদা সরিয়ে বালু ফেলার ব্যবস্থা তারা দেখবে।’
পরিদর্শনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল থেকে হেঁটে হাটে প্রবেশ করেন। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরা মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হাটের সঙ্গে যুক্ত সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।