Sunday, 29 June 2025

৪০ কেজি পিরানহা জব্দে চাঞ্চল্য, নাসিরনগরে বিষমাছ ব্যবসায় প্রশাসনের হস্তক্ষেপ


জহির শাহ্ 

একটি নিষিদ্ধ মাছ—চকচকে রূপচাঁদার মতো দেখতে, দাঁতে ক্ষুরধার ধার, আচরণে হিংস্র। যে মাছ খেতে সুস্বাদু মনে হয়, কিন্তু শরীরে ঢুকে ধীরে ধীরে বয়ে আনে বিষ।


 নাম তার—পিরানহা।

 এই মাছেই এবার টানলো সরকারি নজরদারি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৪০ কেজি পিরানহা জব্দ করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। একইসঙ্গে এক আড়তদারকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।


কী ঘটেছিল?

গত ২৫ জুন, বৃহস্পতিবার, উপজেলার সদরে অবস্থিত এক আড়তে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয় বিপুল পরিমাণ পিরানহা।


 গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের একটি যৌথ দল হানা দেয় সেখানে।


 অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।


অভিযানে ধরা পড়ে ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ।


 আড়তদার কংশ দাসকে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।


বিষাক্ত মাছের নাম পিরানহা: কেমন ভয়াবহ?

এই মাছের বিশেষত্ব হলো,

এটি দেখতে অনেকটা রূপচাঁদার মতো

দাঁত ধারালো, যা দিয়ে অন্য মাছ ও প্রাণীর উপর হামলা করে

পরিবেশে ভারসাম্য নষ্ট করে

খেলে শরীরের উপর দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে বাংলাদেশে এই মাছের উৎপাদন, বিক্রি, সংরক্ষণ ও আমদানি নিষিদ্ধ। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর বারবার সতর্ক করেছে।


✪ জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা

স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহলের অভিযোগ,বাজারে পিরানহা ছাড়াও নিয়মিত বিক্রি হচ্ছে রাসায়নিক-চাষের বিষাক্ত মাগুর মাছ, যা সাধারণ মানুষ চেনেন না।


একজন মাছ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,“অনেকেই এই মাছ রূপচাঁদা ভেবে কিনে নিচ্ছেন। অথচ এটা ভেতরে ভেতরে বিষ। সরকার অভিযান না চালালে অনেকেই হয়তো বুঝতেনই না।”


★ প্রশাসনের অবস্থান

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন,“এই মাছের ভয়াবহতা নিয়ে অনেকেই জানেন না। আমরা শুধু অভিযান চালাচ্ছি না, সাধারণ মানুষকে সচেতনও করছি।”


তিনি আরও বলেন,“ভোক্তারা যেন ঠকবেন না, সেজন্য আমাদের এই অভিযান চলবে নিয়মিত। স্বাস্থ্যঝুঁকির প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না।”


★ চেনার উপায়:পিরানহা চিনবেন কীভাবে?

১=দেখতে অনেকটা রূপচাঁদার মতো, কিন্তু চামড়া বেশি চকচকে

২=পাখনার ধারালো অংশ এবং লেজে সামান্য লালচে রেখা

৩=দাঁতগুলো আকারে ছোট কিন্তু তীক্ষ্ণ

৪=আচরণে অন্য মাছের দিকে ঝাঁপিয়ে পড়ে

৫=বাজারে সাধারণত রূপচাঁদার চেয়ে অনেক কম দামে বিক্রি হয়