Tuesday, 17 June 2025

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


জেলার খবর :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।তার নাম সোহরাব শেখ তামিম ওরফে ছোটন।

মঙ্গলবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম রব্বানী ও মৃত আছিয়া বেগম এর ছেলে।সে ঢাকা হাতিরঝিল থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিরঝিল থানা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।


পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ই নভেম্বর ২৪ইং তারিখে রজু হওয়া জিআর ২৮৪ মামলায় গ্রেফতার করার পর এফআইআর ১৯ মূলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।