Sunday, 1 June 2025

রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিল আ.লীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার


ঢাকা প্রতিনিধি :

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা সকলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। 


গ্রেফতাররা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)


শনিবার (৩১ মে) বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর হতে তিন জনকে গ্রেফতার করা হয়।


শ্যামপুর থানা সূত্র আরও জানায়, শনিবার বিকেল আড়াইটায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।


গ্রেফতারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।