Tuesday, 17 June 2025

ইরানি হামলায় মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা


আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে মানসিক বিপর্যয়ের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলজুড়ে ট্রমা সহায়তা কেন্দ্রে কল বেড়েছে প্রায় ৩৫০ শতাংশ।


ইসরায়েলি ট্রমা সেন্টার অ্যাসোসিয়েশনের তথ্যে জানা গেছে, বোমা হামলার মধ্যে অনেকেই প্রচণ্ড উদ্বেগ, আতঙ্ক, কাঁপুনি, কান্না এবং হৃৎস্পন্দন বৃদ্ধির মতো উপসর্গ নিয়ে সহায়তা চেয়ে ফোন করেছেন।


সংগঠনটির মহাপরিচালক এফরাত শাফরুত জানান, লোকজন বলছিল, তারা (মানসিক) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শেল্টার থেকে বের হতেই ভয় পাচ্ছে।


বিশ্লেষকদের মতে, ১৯৪৮ সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ও ব্যাপক আকারে হামলা হয়েছে, যা দেশটির সাধারণ মানুষের মাঝে নজিরবিহীন মানসিক প্রভাব ফেলেছে। বিশেষভাবে, অবৈধ বসতিতে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি