Tuesday, 3 June 2025

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৬০০ পুলিশ মোতায়েন


জেলার খবর :
আর মাত্র তিনদিন পরই কোরবানির ঈদ। এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঘরমুখো যানবাহনের চাপ বেড়েছে।


ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কের টাঙ্গাইলের ৬৫ কিলোমিটার অংশে ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনা সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।


পুলিশ জানায়, মহাসড়কে সোমবার জেলা পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের ৬ শতাধিক সদস্য মোতায়েন করা হয়। এ মহাসড়কে ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এরমধ্যে ৪৩টি প্রিকেট টিম, ২৫টি হোন্ডা মোবাইল টিম দায়িত্ব পালন করছে।\


সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার থেকে সরকারি ছুটি শুরু হবে। ফলে বিকেলের পর থেকে মহাসড়কে চাপ বাড়বে কয়েকগুণ। ফলে পুলিশ ২৪ ঘণ্টা মহাসড়কে দায়িত্ব পালন করবে।



পরিবহন চালকরা বলছেন, ঈদ এলেই শুরু হয় কাজ। আর মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেনের কাজ করছে। গত ঈদে চার লেনের কিছুটা সুবিধা পেলেও সার্ভিস লেনের কাজ শেষ করতে পারেনি। তবে এবারও মহাসড়কের চার লেনের সুবিধা পেলেও পুরোপুরি সুবিধা পাবে না এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা। এখনো মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করা হচ্ছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪শ টাকা।


এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল দুরন্ত বিডিকে বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।


এ প্রসঙ্গে পুলিশ সুপার মিজানুর রহমান দুরন্ত বিডিকে বলেন, টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার মহাসড়কে ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ঘরমুখো মানুষের নিরাপত্তার ব্যাপারে মোবাইল টিম কাজ করবে।