জেলার খবর :
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। আজ বুধবার (৪ জুন) ভোররাত ৪টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে আশপাশের ৩-৪টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্র শব্দে কাছাকাছি কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে পড়ার পর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।