Sunday, 29 June 2025

১ থেকে ৩০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি


রাজনীতি প্রতিবেদক :
সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।


আজ রবিবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।


শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।


এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করব। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে।


জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।