দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পাকিস্তানকে কাল হোয়াইটওয়াশ করতে পারলে লিটনদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 23 July 2025

পাকিস্তানকে কাল হোয়াইটওয়াশ করতে পারলে লিটনদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে


খেলার ডেস্ক :
মাত্র ক’দিন আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ দল। সেই হারের বদলা দারুণভাবেই নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার নজর শেষ ম্যাচে—যেখানে জিতলেই মিলতে পারে এক বিশাল সুখবর।



সিরিজে এখনো পর্যন্ত বাংলাদেশের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচে ৭ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় ম্যাচ কাল জিতলে শুধু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ।



বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান অবস্থান করছে ৮ নম্বরে। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ২২০, আর আফগানিস্তানের ২২৩। যদি বাংলাদেশ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে তাদের রেটিং বেড়ে দাঁড়াবে ২২৩ পয়েন্টে। একই সংখ্যক পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসাবে আফগানিস্তানকে টপকে ৯ নম্বরে উঠে আসবে বাংলাদেশ।



অন্যদিকে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয়, তাহলে তাদের চার রেটিং পয়েন্ট কমে গেলেও আট নম্বর স্থানটি ধরে রাখবে। তবে সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। দুই দলের রেটিং ও অবস্থান থাকবে আগের মতোই।



র‌্যাঙ্কিংয়ে উন্নতি মানেই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো। তৃতীয় ম্যাচটা তাই শুধুই নিয়মরক্ষার নয়, বরং বাংলাদেশের জন্য বড় সুযোগ নিজেদের অবস্থান দৃঢ় করার। এখন দেখার বিষয়, টাইগাররা কি পারবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সেই কাঙ্ক্ষিত সুখবর নিশ্চিত করতে?



শেষ ম্যাচে জিতলেই বাংলাদেশের সম্ভাব্য অর্জন:
রেটিং পয়েন্ট ২২০ ➝ ২২৩
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: ১০ ➝ ৯
আফগানিস্তান ৯ ➝ ১০
উত্তেজনা বাড়ছে, মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। এখন সব নজর সিরিজের শেষ লড়াইয়ের দিকে!