Sunday, 13 July 2025

যুব এশিয়া কাপ হকি - বাংলাদেশের মেয়েরা তৃতীয় আর ছেলেরা চতুর্থ স্থানে


খেলার ডেস্ক
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে এবারই প্রথম অংশ নিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারেই তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের মেয়েরা। চীনের দাজহুতে আজ কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক হাতছাড়া করেছে পুরুষ হকি দল।


বাংলাদেশের নারীদের ব্রোঞ্জ পদক জেতার ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার। গত শুক্রবার এই কাজাখস্তানের সঙ্গেই ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। যদিও ম্যাচে আগে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নবম মিনিটে সমতা ফেরান আইরিন। ১৮ থেকে ২০ মিনিটের মধ্যে সম্পন্ন করেন হ্যাটট্রিক। ৩৫তম মিনিটে চতুর্থ গোল করেন শারিকা রিমন। বাকি দুটি গোল করেন কনা আক্তার ও রিয়াশা রিশি। ৫৯তম মিনিটে এক গোল শোধ দেয় কাজাখস্তান। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল গোল দিয়েছে ১৪টি আর হজম করেছে ২৪টি। দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল আইরিনের।


অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের দুই বিভাগেরই ফাইনালে খেলবে জাপান। মেয়েদের বিভাগ থেকে স্বর্ণপদকের জন্য জাপানিজদের প্রতিপক্ষ চীন। আর ছেলেদের বিভাগের ফাইনালে তাদের বিপক্ষে খেলবে পাকিস্তান।