রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ‘যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করেন, কিন্তু রাজনীতির ময়দানে কেউ কাউকে ক্ষমা করে না কিংবা ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে এ সময়ের মধ্যে তারা যতটা নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে তা কড়ায়-গণ্ডায় সুদে আসলে আদায় করবে। এটাই হবে বাংলাদেশের নিয়তি।
’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ২০২৬ সালেও নির্বাচনের সম্ভাবনা নেই। ২০২৭ সালে নির্বাচন হতেও পারে, না-ও হতে পারে।
তবে ২০২৮ সালে নির্বাচন হবে। ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে খেলোয়াড়ের সেট বদলাতে হবে। এ রকম সেট থাকলে জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, গোলটেবিল বৈঠকের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠ নির্বাচনের দিকে এগানো যায়, সে ব্যাপারে কাজ করতে হবে। আর তা না হলে নিবার্চন আরো দীর্ঘায়িত হবে।
গোলাম মাওলা রনি দাবি করেন, ‘২০১৪ সালের নির্বাচনের পর তিনি এক টক শোতে ওই নির্বাচন নিয়ে কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন, আজ (তখন) যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তার ক্ষয়-ক্ষতি কম হবে। কিন্তু ১০ বছর পর হলে তিনি (শেখ হাসিনা) ওপর থেকে পড়বেন আলুর ভর্তা হয়ে যাবে। তখন আমি বলেছিলাম আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না, হয়তো আমাকে ভাড়া করে নিয়ে যেতে হতে পারে। ঠিক তেমনটাই হয়েছে।’
তিনি মনে করেন, ‘রাজনীতিতে যে রকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। এরপরে বিপদে পড়বে বিএনপি।’