Friday, 25 July 2025

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা কামাল গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি :
গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি, হামলা ভাঙচুরের ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি যুবলীগ নেতা কামাল উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে পটিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। তিনি কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। 


যুবলীগ নেতা কামাল উদ্দিন উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই এলাকার আবু মেম্বার বাড়ির মৃত নুর আহমদের ছেলে।


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে যুবলীগ নেতা কামাল উদ্দিনকে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতা কামাল উদ্দিন পটিয়া থানায় দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি। মামলায় তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ 


উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট বিএনপি নেতা আলী আহমদ বাদী হয়ে পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।


মামলায় পটিয়ার সাবেক বিতর্কিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ ৩৭৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। 


এ মামলায় সাবেক হুইপপুত্র শারুনসহ, সাবেক ১৫ ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, কাউন্সিলর, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের ৭৫ জনকে এজাহারভুক্তসহ আরো ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।