Wednesday, 9 July 2025

আইসিসি র‍্যাঙ্কিং: ৩২ ধাপ এগোলেন জাকের, ৬ ধাপ নেমেছেন নাজমুল


খেলার মাঠে ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও আইসিসির র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন জাকের আলী। আজ আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটকিপার–ব্যাটসম্যান।


শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেন জাকের। সর্বোচ্চ ৫১। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আরেকজনের বেশ ভালো উন্নতি হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান (৩ ইনিংসে ৩৪.৩৩ গড়ে ১০৩) করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন।


শ্রীলঙ্কা সিরিজে রান–খরায় ভোগা নাজমুল হোসেনের ৬ ধাপ অবনমন হয়েছে। ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও এ সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে ৩ ইনিংস মিলিয়ে মোট ৩৭ রান করা মিরাজ ৫ ধাপ নিচে নেমে ৭২তম স্থানে আছেন। ৮ ধাপ অবনমন ঘটেছে রান–খরায় থাকা লিটন দাসের। তাঁর অবস্থান ৭৮তম।

বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান শ্রীলঙ্কা সিরিজে ৩ ইনিংসের মধ্যে একটিতে ফিফটি পান। ১৯ ধাপ উন্নতি করে ৮৬তম স্থানে উঠে এসেছেন তিনি।


ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৩০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ নেই। শীর্ষ পাঁচে ব্যাটসম্যানদের অবস্থানের কোনো নড়চড় হয়নি। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের ওপেনার শুবমান গিল। ৭৬৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। রোহিত শর্মা তিনে। ভারতীয় ওপেনারের রেটিং পয়েন্ট ৭৫৬। চারে বিরাট কোহলি ও পাঁচে ড্যারিল মিচেল।


টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবমন হয়েছে মুশফিকুর রহিমের। ৩০তম স্থানে নেমে যাওয়া মুশফিক টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে থেকে শীর্ষে। মুমিনুল হকেরও এক ধাপ অবনমন হয়েছে—৫৩তম। এক ধাপ এগিয়ে ৬৫তম স্থানে জাকের আলী।


টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। ইংল্যান্ড কিংবদন্তি জো রুটকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তাঁর জাতীয় দল সতীর্থ হ্যারি ব্রুক। চলমান ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৫৮ রান করেন ব্রুক। ৮৮৬ রেটিং পয়েন্ট পাওয়া ব্রুকের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রুট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে কোনো পরিবর্তন হয়নি। এই তিন স্থানে যথাক্রমে—কেইন উইলিয়ামসন, যশস্বী জয়সোয়াল ও স্টিভ স্মিথ। তবে ষষ্ঠ স্থানে এসেছে পরিবর্তন। এজবাস্টনে ২৬৯ ও ১৬১ রানের দারুণ দুটি ইনিংস খেলে ভারতের জয়ে বড় ভূমিকা রাখা গিল ১৫ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ছয়ে। টেস্টে গিলের এটাই ক্যারিয়ার–সেরা র‌্যাঙ্কিং।


এজবাস্টনেই ইংল্যান্ডের দুই ইনিংসে ১৮৪ ও ৮৮ রান করা উইকেটকিপার জেমি স্মিথ ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ম স্থানে। তবে গিল কিংবা স্মিথের চেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট অধিনায়ক উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে একাই অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলা মুল্ডার ৩৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।


টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও ১২ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মুল্ডার। শীর্ষ দুটি স্থানে নড়চড় হয়নি। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা ও দুইয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।


টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১২টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি ভারতের যশপ্রীত বুমরা শীর্ষে, দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও তিনে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাইজুল ইসলাম এক ধাপ উন্নতি করে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৫তম।


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন অষ্টম স্থানে। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দুই ধাপ উন্নতি করে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৬তম।