Sunday, 27 July 2025

জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে-নুরুল হক নুর


রাজনীতি প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা" এর আয়োজন করা হয়। শনিবার বিকা ৪টায় ঢাকা রিপোর্টাস ইউনিটে অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "আমাদেরকে অনেকেই নিজেদের স্বার্থের প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করেছে কিন্ত আমরা সংগ্রাম করেছি নিজেদের বুদ্ধি এবং বিবেকের তারণা থেকে। আমাদের কে অনেক ভাবেই বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্ত আমরা বার বার ঘুরে দাড়িয়েছি। আর এই ঘুরে দাঁড়ানোর পিছনে যাঁদের সিংহ ভাগ অবদান রয়েছে তারা হলো প্রবাসী অধিকার পরিষদ এবং প্রবাসী ভাই-বোনেরা। আমাদের সফলতার পিছনে কোন বড় ডোনার ছিলো না কিন্ত এই প্রবাসীরাই ছিলো আমাদের বিপদের পাশে, তারা আমাদের সফলতার একটি অংশ। ১০% প্রবাসী প্রতিনিধিত্ব এর বিশেষ কিছু ভাল দিক আছে যেমন রেমিটেন্স একটি বড় মাধ্যম অর্থনিতির জন্য, প্রবাসী প্রতিনিধিত্ব থাকলে তারাই প্রবাসীদের ভাল মন্দ নিয়ে কথা বলতে পারবেন, আমাদের আর এইভাবে বলার প্রয়োজন হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষের যে ১০০ প্রতিনিধি এটা আনুপাতিক প্রপ্ত ভোটে নিশ্চিত করা হবে , সেটাও যদি করা হয় সেখানে শ্রমজীবি, পেশাজীবি, রাজনিতির বাহিরে ২০/৩০ % রাখার বিষয়ে চিন্তা করছেন সেখানে যদি প্রবাসীদের রাখা হয় তাহলে খুবই ভাল হবে।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে  গণঅধিকার পরিষদ নির্বাচনে যাবেনা। প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা না করলে হাসিনার পতন হতো না। প্রতিটা দলকে বলবো, প্রবাসী প্রতিনিধিদের নমিনেশন দিন। আমরা ৩৬ টি আসন করেছি, এরমধ্যেও কয়েকজন প্রবাসী প্রতিনিধি রয়েছে। আমরা প্রবাসীদের দাবির সাথে রয়েছি।


অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন। তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি তুলে ধরেন:


প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি: 

 ১/ অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশী কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০২২ এর দ্রুত বাস্তবায়ন চাই। 


 ২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র চাই  ও বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট/প্রক্সি ভোটে নয় বাংলাদেশী দূতাবাস ও নির্বাচনী বুথে ব্যালট বাক্সে স্ব-শরীরে অথবা অনলাইনে প্রবাসীরা নিজের ভোট নিজে দিতে চাই এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ১০% সংরক্ষিত আসন বরাদ্দ চাই।

 ৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যথাযথ সম্মান ও বাংলাদেশ বিমানসহ বেসরকারি অন্যান্য বিমানের সিন্ডিকেটমুক্ত সুলভ মূল্যে বিমান টিকিট চাই।  

 ৪/ প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রনোয়ন ও পেনশন সুবিধা চাই। 

 ৫/ সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।  

 ৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা ও বিশেষায়িত হাসপাতাল চাই। 

 ৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রতিবছর (৫%) বিশেষ বরাদ্দ চাই।  

 ৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই পাওয়ার ব্যবস্থা চাই। 

 ৯/ বাংলাদেশী কর্মী যেসকল দেশে আছে সেসকল দেশে পর্যাপ্ত প্রবাস বান্ধব বাংলাদেশী দূতাবাস/হাইকমিশন ও শ্রম কল্যাণ উইং চাই। 

 ১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ, জি টু জি এর মাধ্যমে প্রবাসে কর্মী প্রেরণ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।


এসময় আরও বক্তব্য রাখেন,দলের মুখপাত্র ফারুক হাসান,  উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মায়া, ও প্রবাসী অধিকার পরিষদের নেতারা। 


প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন শাহাব উদ্দিন শিহাব, মানব পাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও সভাপতিত্বে ছিলেন আব্দুস সোবহান হাওলাদার, সহ সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসিফ আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, দুলাল আল মাইজ ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মোঃ জুয়েল মুন্সী, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আবুল মনসুর সাজু চৌধুরী, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, নয়ন খান কবির, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক, ব্রুনাই শাখা, ইলিয়াস হোসাইন, সহ সভাপতি, সৌদি আরব শাখা, মোঃ জনি সদস্য, কুয়েত, ইমরান হোসেন আরো অনেকে।