Monday, 14 July 2025

৩৯তম জাতীয় ব্যাডমিন্টন উদ্বোধন করলেন আমিনুল ইসলাম বুলবুল

ছবি - ফেডারেশন

খেলার রিপোর্ট
‘ছোট বেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র‌্যাকেট হাতে নিয়েছিলাম। ভালই লাগল’, সোমবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে এসে কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 


এ সময় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইল, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন। 


এক বছর পর শুরু হওয়া ছয় দিনব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। 


যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোন শাটলার খেলতে পারবেন না। ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালই লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’