Monday, 7 July 2025

টি-২০ দলের সদস্যরা লঙ্কায়- পাল্লেকেলের উইকেটে কাল ওডিআই ফাইনাল


জহির ভূইয়া

শ্রীলঙ্কার পাল্লেকেলের উইকেটে কাল ওডিআই সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। কালকের  ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য। ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফেরা বাংলাদেশের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। এ যাবত কালে মোট ৪৪৮টি ওডিআই খেলা বাংলাদেশ প্রতিপক্ষ লঙ্কার বিপক্ষে মোট ওডিআই খেলেছে ৫৯টি, তাতে জয় পেয়েছে মাত্র ১৩ আর হেরেছে ৪৪টি, কোন ফলাফল আসেনি ২টি ম্যাচে! লঙ্কার মাটিতে প্রথম বার ওডিআই সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। 


এই পরিসংখ্যান মাথায় রেখেই কাল পাল্লেকেলের উইকেটে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচটি (যা ফাইনালে রূপ নিয়েছে)  মোকাবেলা করবে বাংলাদেশ। লঙ্কার মাটিতে বাংলাদেশ আজ অবদি মোট ওডিআই খেলেছে ২৬টি ওডিআই ম্যাচ, তাতে লঙ্কার মাটিতে বাংলাদেশের জয় মোট ৩টি, ২০১৩ সালে পাল্লেকেলের উইকেটে ৩ উইকেটে জয়ের পর ২০১৭ সালে রাঙ্গিরি দাম্বুলার উইকেটে জিতেছিল ৯০ রানে এরপর টানা ৮ বছরে আর কোন জয় আসেনি, ২০২৫ সালে ৫ জুলাই শনিবার জিতেছে ১৬ রানে। সে হিসেবে পাল্লেকেলের উইকেটে আজ বাংলাদেশের দ্বিতীয় বার ওডিআই খেলা নামা হবে। এবং শেষ মোলাকাতে ৩ উইকেটের জয়ের স্মৃতিই বাংলাদেশের টনিক হিসেবে কাজে আসতে পারে। 


তবে চলতি সিরিজের প্রথম ওডিআই ম্যাচের মতো যদি ব্যাটিং লাইনে মরক লাগে তাহলে স্বপ্ন দেখে লাভ নেই। অন্যদিকে গেল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কলোম্বো থেকে ক্যান্ডিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ওডিআই দল। সেখানে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটারদের রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে টিম হোটেলের ম্যানেজমেন্ট। লাল গালিচার দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে টাইগারদের বরণ করেছে তারা। দলের সঙ্গে সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফ পৌঁছেছেন ক্যান্ডিতে। এ ছাড়া ক্রিকেটারদের স্ত্রী সন্তানদেরও দেখা গেছে সেখানে। এ দিন দলের সঙ্গে দেখা গেছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও। প্রথম টেস্টের পর তিনি ছিলেন না দলের সঙ্গে। এদিকে ইংল্যান্ডে চিকিৎসকের সাথে সাক্ষাত করতে যাওয়া প্রধান কোচ ফিল সিমন্সের যোগ দিয়েছেন বলেও জানা গেছে। তবে বাংলাদেশ দলের চিন্তার বিষয় এখন নাজমুল হোসেন শান্তর ইনজুরি। বর্তমানে ২৪ ঘন্টার পর্যাবেক্ষণে রয়েছেন তিনি। গেল শনিবার প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পান শান্ত। সেই আঘাতের পর আর মাঠে দেখা যায়নি তাকে। মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে জাংয়ের সামনের অংশে (কোয়াড্রিসেপসে) চোট পান শান্ত। এরই মধ্যে দল আজ অনুশীলন সেরে নিয়েছে পাল্লেকেলের উইকেটে। 


এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি আগেই। বাংলাদেশ দলে দীর্ঘ ১৩ মাস পর দলে ডাক পেয়েছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। আজ সোমবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন। তার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। জানিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরার অনুভূতি। সাইফউদ্দিন বলেন, 'প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।' অনুশীলন ক্যাম্পে কী কাজ করেছেন সেটি জানিয়ে সাইফউদ্দিন বলেন, 'ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।' পরে ইংল্যান্ড জাতীয় দলের উদাহরণ টেনে সাইফউদ্দিন বলেন, 'তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোটো একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।'