দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শেষ ম্যাচে জয় পেলেন না রাসেল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 23 July 2025

শেষ ম্যাচে জয় পেলেন না রাসেল


খেলার ডেস্ক :

অ্যান্দ্রে রাসেল ব্যাট হাতে একা লড়লেন, শেষ আন্তর্জাতিক ম্যাচে ঝড় তুললেন ১৫ বলে ৩৬ রানের ইনিংসে। তবে বিদায়ী ম্যাচে দলের জন্য জয় এনে দিতে পারলেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার। জশ ইংলিস ও ক্যামেরুন গ্রিনের দুরন্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।


১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া পড়ে কিছুটা চাপে। তবে ইংলিস-গ্রিন জুটি তা মুছে দিল ক্ষণিকেই। ২৩ বলে ইংলিসের হাফ সেঞ্চুরি আর গ্রিন দৃঢ় ব্যাটিংয়ে গড়েন অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি। মাত্র ১৫.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে অজিরা।


ইংলিস অপরাজিত থাকেন ৭৮ রানে (৫ চার, ৫ ছক্কা), আর ক্যামেরুন গ্রিন ৫৬ রানে (৪ চার, ৩ ছক্কা)। দুজনই ক্যারিবীয় বোলারদের দিশেহারা করে দেন একের পর এক বাউন্ডারিতে।



তবে ম্যাচে অজিদের জয়ের চেয়েও রাসেলের শেষ আন্তর্জাতিক ম্যাচের আবেগ ছুঁয়ে যায় দুদলের মাঝেই। খেলা শুরুর আগে তাকে গার্ড অব অনার দেয় দুই দল। এরপর ব্যাটিংয়ে নেমে দেখিয়ে দেন কেন তিনি টি-টোয়েন্টির রাজপুত্র। ১১ বলে তুলে নেন ৩১ রান। ডোয়ারশুইসকে মারেন তিনটি ছক্কা। জাম্পাকেও নাচিয়ে দেন, কিন্তু এলিসের একটি স্লোয়ারেই থামে তার ইনিংস—১৫ বলে ৩৬।


এদিকে রাসেলের আগে ব্র্যান্ডন কিং ৫১ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন। কিন্তু এরপরই ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল ও জাম্পা। হোপ, হেটমায়ার, চেজ, রাদারফোর্ডরা কেউই দাঁড়াতে পারেননি। রাসেলের ঝোড়ো ক্যামিও শেষে মোটামুটি সম্মানজনক স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ—২০ ওভারে ১৭২/৮।


অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় ক্যারিবীয় ফিল্ডাররা মিস করেন টানা তিনটি ক্যাচ। ইংলিস ও গ্রিন যেন সেই তিন ভুলের প্রতিটি বলের মূল্য বুঝিয়ে দিলেন বাউন্ডারি হাঁকিয়ে।


সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৮ (২০ ওভার)

– ব্র্যান্ডন কিং ৫১, রাসেল ৩৬ | ম্যাক্সওয়েল ২/১৫

অস্ট্রেলিয়া: ১৭৩/২ (১৫.২ ওভার)

– ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*

ফলাফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী, সিরিজে ২-০ এগিয়ে