Sunday, 20 July 2025

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৮৩


ক্রাইম ডেস্ক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট এক হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৯ জন। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত আরও ৭১৪ জন রয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তিনটি ম্যাগাজিন, দুইটি কার্তুজ, ৫ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।