ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একই পরিবারের দুই সদস্য—স্বামী-স্ত্রী—কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানির ছেলে আবদুল মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)। রায়ের অংশ হিসেবে উভয়কে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে রূপান্তর হবে। বুধবার দুপুরে (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন, যা আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে।
আদালত সূত্র ও মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে আবদুল মন্নাফ ও তার স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে র্যাব সদস্যরা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত দম্পতিকে দোষী সাব্যস্ত করেন এবং আইন অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার।