Thursday, 17 July 2025

আশুগঞ্জে সেনা অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার


জহির শাহ্ - ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে সেনা অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার: পলাতক সন্ত্রাসী, ধরা পড়লেন ভাই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি। ১৬ জুলাই গভীর রাতে চালানো এই অভিযানে মূল লক্ষ্য ছিল সাদ্দাম হোসেন—স্থানীয়ভাবে পরিচিত একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, যিনি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরেই নানা অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।


অভিযানের সময় সাদ্দাম গা ঢাকা দিলেও তার বড় ভাই মো. আসাদ মিয়া (৩৮) গ্রেফতার হন। তার কাছ থেকে উদ্ধার হয় রিভলভার, গুলি ও দুটি স্মার্টফোন, যেগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র মাটি খুঁড়ে পাওয়া গেছে, প্রায় ৪-৫ ফুট গভীরে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, “আসাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”


উল্লেখ্য, সাদ্দাম হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি রাজনৈতিক প্রশ্রয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন।


তবে এবার সেনা অভিযানে তার আস্তানায় তল্লাশি চালানোয় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। যদিও সাদ্দামের পলায়ন ও তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এলাকায় নতুন করে প্রশ্ন উঠেছে।


এই অভিযানকে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—এটা শুধু শুরু, এখন সময় আরও গভীরে যেয়ে গোটা নেটওয়ার্কটা উন্মোচনের।