Saturday, 5 July 2025

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়ে ১-১, টিকে থাকল বাংলাদেশ সিরিজে


খেলার মাঠে ডেস্ক :

গত বছর আগফানিস্তানের বিপক্ষে শারজাহতে হারের পর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। সবশেষ কলম্বোতে প্রথম ওয়ানডেতে হার। সাত ম্যাচে টানা হারের পর প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। সাত ম্যাচ পর ওয়ানডেতে বাংলাদেশের জয়। 


টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ ছিল সামান্য, ২৪৮ রান অলআউট। এই অল্প রান তাড়া করতে গিয়ে লঙ্কা ৯ উইকেটে হারিয়ে ফেলে ২২৮ রানেই, ৪৯তম ওভার করতে আসা পেসার তানজিম হাসান সাকিবের লেন্থ বল উড়িয়ে মারতে চেয়েছিলেন চামিরা। আগের বলেই তার ক‌্যাচ ছেড়েছিলেন তানজিম। এবার সুযোগ নিলেন না। সরাসরি বোল্ড করে চামিরাকে আটকে দিলেন তানজিম। তার দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কা হারাল দশম উইকেট। ২৩২ রানে অলআউট তারা। 


বাংলাদেশ ম‌্যাচটি জিতে নিল ১৬ রানের ব‌্যবধানে। রোমাঞ্চকর এক ম‌্যাচ জিতে তিন ম‌্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল বাংলাদেশ।


বাউন্ডারি লাইন পেরিয়েই জানিথ লিয়ানাগে তীব্র আক্রোশে হেলমেট আর গ্লাভস ছুঁড়ে ফেললেন মাটিতে। কারণ তিনি জেনে গেছেন, আগের বলের ছক্কাটার মূল্য এখন শূন্য, তার লড়াকু ৭৮ রানের ইনিংসটার মূল্যও তাই। মোস্তাফিজুর রহমান পুরো ম্যাচে ছিলেন উইকেটশূন্য, ম্যাচের শেষ অঙ্কে এসে খাতাটা খুললেন মহামূল্য এক কাটারে। ম্যাচের সব অনিশ্চয়তাও মুছে গেছে ওই এক কাটারেই।


তার পর তানজিম সাকিব, কিংবা তার আগের তানভির ইসলামের দারুণ স্পেল… সবকিছুর মিশেলে বাংলাদেশের হাতে ধরা দিল অমূল্য এক জয়। কতটা অমূল্য? ৭ মাস আর ৭ ম্যাচ পর একটা জয় যেমন অমূল্য হয় দলের কাছে। ১৬ রানের এই এক রুদ্ধশ্বাস জয় সিরিজে টিকে থাকার টনিকও পাইয়ে দিয়েছে বাংলাদেশকে। সিরিজে এখন ১-১ সমতা। তিন ম্যাচের লড়াইয়ের ফয়সালা তাই কলম্বোতেই হয়ে গেল না। পাল্লেকেলে সফর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে দুই দলকেই।


আগামী ৮ জুলাই পাল্লেকেল্লেতে হবে সিরিজের শেষ ম‌্যাচ।  


স্কোর: শ্রীলঙ্কা ২৩২/১০ (৪৮.৫ ওভার)

বাংলাদেশ ২৪৮/১০ (৪৫.৫ ওভার)

ফলাফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী