Sunday, 20 July 2025

রাশিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি উপকূলের কাছাকাছি এলাকায় ৩টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪।


ইউএসজিএস-এর ওয়েবসাইট অনুযায়ী, মাত্র ৩২ মিনিটের ব্যবধানে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন প্রশান্ত মহাসাগরে এই তিনটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪ রিখটার স্কেলে। খবর আল জাজিরার। জার্মানির জিওসায়েন্স রিসার্চ সেন্টার (জিএফজেড) জানিয়েছে, কামচাটকার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার (২০ জুলাই) রেকর্ড করা হয়েছে।


ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের নিকটবর্তী এলাকায়, যেখানে প্রায় ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ বাস করে।এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামি ও পরবর্তী আফটারশক সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।